ইফতারের প্লেট থেকে উড়ে গেলো খেজুর, এমনই এক খবর জানা যায় আমার দূর সম্পর্কের প্রতিনিধি, নিখিল বাংলার আলোচিত-সমালোচিত কুদুস বার্বি থেকে। বার্বি জানান, নোয়াখালীর এক আত্মীয়ের বাসাতে তিনি গিয়েছিলেন একেবারেই না পারতে। সেখানে যাওয়ার পরই তিনি প্রশ্নের সম্মুখীন হন, “খেয়ে এসেছেন নাকি যেয়ে রাবেন”। তিনি উপায়ন্তর না পেয়ে এক প্রকার জোর করেই বসে যান তাদের সাথে।
অত:পর ইফতারের সময় হলে তাকে কিছু কমদামি পচা খেজুর দেয়া হয়। বার্বির খাবার নিয়ে কোনো চিন্তা না থাকায় সে একটা খেজুর হাতে নিয়ে মুখে তুলতে যাওয়ার সময় উড়ে যায় খেজুরটি। এ বিষয়ে তদন্ত করার জন্য ১৩ সদস্যের একটি দল গঠন করেছে প্রথম আলু। তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেয়ার জন্য ১৩ কোটি টাকা বাজেট চেয়েছে। এবং রিপোর্ট তৈরি করার জন্য ১৩ দিনের উগান্ডা সফর চেয়ে আবেদন করছে। শীঘ্রই এই ব্যাপারে আরও আপডেট জানানো হবে বলে জানিয়েছেন প্রথম আলুর সম্মানিত সম্পাদক, জনাব ইমোবিবখ (ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি)।
নিত্যনতুন খবর পেতে আনসাবস্ক্রাইব করে পাছায় থাকুন, ধন্যবাদ।